১. বিবিসির জনপ্রিয় লিগাল অ্যাফেয়ার্স রিপোর্টার জসুয়া রোজেনবার্গের নাম যদি শুনে থাকেন তবে ‘ল ইন অ্যাকশন’ প্রোগ্রামের সঙ্গেও হয়তো আপনার পরিচয় থাকার কথা। বিবিসির জনপ্রিয় রেডিও প্রোগ্রাম ‘রেডিও ফোর (4)’ আইনের বিষয়গুলোকে সহজ করে উপস্থাপন করে ‘ল ইন অ্যাকশন’ শিরোনামে।
১৯৮৪ সাল থেকে পরিচালিত এই রেডিও প্রোগ্রামে এখন পর্যন্ত প্রায় দুই শত অনুষ্ঠান সম্প্রচার হয়েছে। ১৫ বছর বিবিসির লিগাল অ্যাফেয়ার্স কভার করার পর আরও ৮ বছর জসুয়া রোজেনবার্গ ‘ডেইলি টেলিগ্রাফ’র ল’ নিউজ কভার করেন। জসুয়া যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় লিগাল ধারাভাষ্যকার হিসেবে পরিচিত।
জসুয়া দেশে এবং বিদেশে আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা ছাড়াও কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। কথা বলে খুঁজে বের করেন, কীভাবে আইন সাধারণ মানুষের জীবনকে প্রভাবিত করে।
নীচের লিংক থেকে উপভোগ করতে পারবেন বিবিসির এই জনপ্রিয় প্রোগ্রাম- ‘ল ইন অ্যাকশন‘।
২. [ক্রমান্বয়ে এক্সক্লুসিভ বিষয় যোগ হবে]