বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এলএল.বিতে যা পড়ানো হয় তার একটি সম্পূর্ণ ধারণা পাবেন এই পেইজ থেকে: বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর আইন কোর্স: তুলনামূলক দৃশ্যপট ।
আর পার্সনাল এলএল.বি শিরোনামের এই পেইজে দুই পর্বে ভাগ করা কোর্সগুলোর মাধ্যমে ৪ বছরের এলএল.বিতে যা পড়ানো হয় তার সবই আয়ত্বে চলে আসবে। একারণে আমরা এই পেইজের শিরোনাম দিয়েছি: পার্সনাল এলএল.বি। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ৪ বছরের এলএল.বি কোর্সে যা পড়ানো হয়, আমরা এখানে তার সবই কভার করেছি।
প্রথম পর্ব
১. আইন বিজ্ঞান
২. চুক্তি আইন
৩. টর্ট আইন
৪. মুসলিম আইন
৫. সুনির্দিষ্ট প্রতিকার আইন
৬. ইকুইটি ও ট্রাস্ট আইন
৭. হিন্দু আইন
৮. সাংবিধানিক আইন
৯. রাজস্ব আইন
১০. শ্রম আইন
দ্বিতীয় পর্ব
১. সম্পত্তি হস্তান্তর আইন
২. বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইন
৩. দেওয়ানী কার্যবিধি ও তামাদি আইন
৪. ফৌজদারী কার্যবিধি ও দণ্ডবিধি
৫. সাক্ষ্য আইন
৬. আন্তর্জাতিক আইন
-সমুদ্র আইন
-আন্তর্জাতিক মানবাধিকার আইন
-আন্তর্জাতিক অপরাধ আইন
৭. কোম্পানি ও ব্যবসা আইন
৮. ভূমি আইন ও বাংলাদেশের ভূমি জরিপসমূহ
৯. রেজিষ্ট্রেশন আইন, সরকারী দাবী আদায় আইন
১০. সিভিল ও ক্রিমিনাল ড্রাফটিং, পেশাগত নৈতিকতা