গবেষক হিসেবে ক্যারিয়ার গড়তেই কি কেবল আইন নিয়ে গবেষণা করতে হবে? উত্তর হলো- না। গবেষক হতে না চাইলেও আইন নিয়ে গবেষণার উত্তম কোনো বিকল্প নেই। যে কোনো বিষয় নিয়ে গবেষক হওয়া ছাড়াও সে বিষয়ের আরও অসংখ্য ক্ষেত্র থাকে ক্যারিয়ার গড়ার। কিন্তু কাজের ক্ষেত্র যেটাই হোক, গবেষণামূলক দৃষ্টিভঙ্গি যে কোনো বিষয়ে পেশাগত উৎকর্ষ সাধনে ব্যাপক সহায়ক ভূমিকা পালন করে। গবেষণামূলক দৃষ্টিভঙ্গি একজনকে অন্যদের থেকে দারুণভাবে এগিয়ে রাখে। আইন পেশার ক্ষেত্রে এটা আরও অধিক বাস্তব এবং অধিক সত্য। গবেষণামূলক দৃষ্টিভঙ্গি ছাড়া যেমন কারো পক্ষে ভালো আইনজীবি হওয়া সম্ভব নয়, একইভাবে গবেষণামূলক দৃষ্টিভঙ্গি ছাড়া আইনের যে কোনো ক্ষেত্রেই সফলভাবে বিচরণ করা সম্ভব নয়।